ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকের সাত শূন্য পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে বিএসইসি ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন- অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া, এসএম আবু তৈয়ব, মোহাম্মদ আব্দুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, ডিসিসিআইএ’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম ও ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম।

এর আগে ৭ স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৪ জনের তালিকা পাঠায় সিএসই।

এদিকে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয় স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দিয়েছে বিএসইসি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।