ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

নতুন ইউনিট চালু করবে ন্যাশনাল টিউবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
নতুন ইউনিট চালু করবে ন্যাশনাল টিউবস ন্যাশনাল টিউবস

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানায়, নতুন ইউনিট স্থাপনের জন্য কোম্পানিটি এক কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় ধরেছে।

কোম্পানিটি প্রাথমিকভাবে ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করবে।

কোম্পানিটি আরও জানায়, নতুন ইউনিট সম্পূর্ণভাবে চালু করার পর বছরে প্রায় এক হাজার মেট্রিক টন ফেব্রিকেশন উৎপাদন হবে। ফেব্রিকেশন ইউনিট থেকে বছরে প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব আসবে।

ফেব্রিকেশন এবং গ্যালভানাইজিং কাজের জন্য সরকারের বিইজেডএ, ইপিজেড, পিডিবি, আরইবি, পিজিসিবি ও বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।