ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

গভর্নরের সঙ্গে বিএমবির বৈঠক বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
গভর্নরের সঙ্গে বিএমবির বৈঠক বিকেলে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা:  পুঁজিবাজারে চলমান পরিস্থিতি নিয়ে রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

রোববার বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি রোববার বিকেল সাড়ে ৩টায় গভর্নরের সঙ্গে আমরা বৈঠক করব।

বৈঠকটি বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। বৈঠকটি আগে থেকেই নির্ধারিত ছিল বলেও তিনি জানান।

জানা যায়, বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নাজুক পরিস্থিতি ও সংকট উত্তরণে করণীয় সম্পর্কে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৫,  ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।