ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১১টায় শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১১টায় শুরু

ঢাকা: সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ করাকে কেন্দ্র করে দেশের শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় শুরু হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে।

যা নিয়ে ডিএসই ও সিএসই ম্যানেজমেন্ট কাজ করছে। যে কারণে বৃহস্পতিবার লেনদেন শুরু হবে এক ঘণ্টা পরে।

এদিন সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হবে। আর দুপুর আড়াইটার পরিবর্তে দেড়টায় লেনদেন শেষ হবে।

এর আগে বুধবার (১৮ মার্চ) ডিএসই ও সিএসই পর্ষদ বৈঠক করে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়েছিল। বৈঠক শেষে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে দেড়টায় শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।