ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

আধ ঘণ্টা লেনদেন শেষে ডিএসইর সূচক বেড়েছে ৩৭১ পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আধ ঘণ্টা লেনদেন শেষে ডিএসইর সূচক বেড়েছে ৩৭১ পয়েন্ট ডিএসই ও সিএসইর লোগো।

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩৭১ পয়েন্ট বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭০ পয়েন্ট কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭১ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আর দর অপরিবর্তিত রয়েছে ৪৪ শতাংশ কোম্পানির।

বৃহস্পতিবার মাত্র আধ ঘণ্টা লেনদেন হওয়ায় টাকার অংকে ৪৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে তীব্র দর পতনের পরিপ্রেক্ষিতে বিএসইসির নির্দেশে শেয়ারের সার্কিট ব্রেকার পুনর্বিন্যাস করে দুই স্টক এক্সচেঞ্জ। সে অনুসারে কারিগরি প্রস্তুতি নেওয়ায় লেনদেন শুরু হতে বিলম্ব হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩৭১ দশমিক ০১ পয়েন্ট বা ১০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি  ৮৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ১০ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক  ১০ শতাংশ বা ১২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৬৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দর। এদিন সিএসইতে ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।