ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

মূল মার্কেটে ফিরলো আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
মূল মার্কেটে ফিরলো আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ লিমিটেড মূল মার্কেটে লেনদেনে ফিরেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে এই দু’টি কোম্পানিকে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠায় তৎকালীন কমিশন। দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে গত সোমবার (২০ জুলাই) এই দুই কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।