ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্ম-পরিকল্পনা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্ম-পরিকল্পনা অনুমোদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো

ঢাকা: সেকেন্ডারি মার্কেটে লেনদেনে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দক্ষতার সহিত সার্ভিলেন্স কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএসইসির ৭৩৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্ভিলেন্স কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে কর্ম-পরিকল্পনা অনুমোদন ছাড়াও আজকের সভায় শেয়ারবাজারের বিভিন্ন কার্যক্রমের ওপর গোপনীয় তথ্য সংগ্রহের উদ্দেশে সার্ভিলেন্স বিভাগের নাম পরিবর্তন করে ‘মার্কেট সার্ভিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০ 
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।