ঢাকা: নানা অনিয়মের কারণে ৩ ব্রোকারেজ হাউসকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এই জরিমানা করা হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যে ব্রোকারেজ হাউসগুলোকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- মডার্ন সিকিউরিটিজ, সিলনেট সিকিউরিটিজ ও এমএএইচ সিকিউরিটিজ।
সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরও বিও হিসাব থেকে টাকা পরিশোধসহ নানা অনিয়মের কারণে মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, সিলনেট সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমএএইচ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসএমএকে/এইচএডি