ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বৃহস্পতিবার থেকে ডিএসইর অফিসের সময়সূচি পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
বৃহস্পতিবার থেকে ডিএসইর অফিসের সময়সূচি পরিবর্তন

ঢাকা: ডিএসইতে প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন এবং ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু হচ্ছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। নতুন এই নিয়মে লেনদেন চালুর কারণে ডিএসইর অফিস সময়সূচির পরিবর্তন আনা হয়৷

বুধবার (১৮ নভেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ডিএসই অফিসের নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ যেখানে আগের সময়সূচি ছিল সকাল ৯টা৩০টা থেকে বিকেল ৫টা৩০টা পর্যন্ত৷ ডিএসইতে প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন এবং ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু হওয়ার কারণে ডিএসইর এই অফিস সময়সূচির পরিবর্তন আনা হয়৷

উল্লেখ্য যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০ অক্টোবরে প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোষ্ট ক্লোজিং সেশন স্টেকহোল্ডারদের ইউএটি এবং বাজারের সচেতনতা সম্পন্ন করা সাপেক্ষে চালু করার জন্য অনুমোদন দেয়৷ এইজন্য  ডিএসই ২২ অক্টোবর ২০২০ তারিখে শীর্ষ ২০ ট্রেকহোল্ডারদের নিয়ে ইতিমধ্যে ইউএটি সম্পন্ন করে৷ ০৩ নভেম্বরে ডিএসই ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে৷

সবশেষে ডিএসইতে প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু উপলক্ষে শেয়ারবাজারের সব স্টেক হোল্ডারদের সফলভাবে ইউএটি  এবং সচেতনতা সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারে প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে৷

ডিএসইর প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা৪৫ থেকে সকাল ১০টা৷ এ সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার কেনা বা বেচার আদেশ দিতে পারবেন৷ এই সেশনে একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে৷ সর্বোচ্চ সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা যেই প্রাইসে থাকবে সেটাই হবে ওপেনিং প্রাইস৷ নিয়মিত সময়ে যেয়ে এই ওপেনিং প্রাইসে লেনদেনটি সম্পন্ন হবে৷ পরিবর্তীতে স্বাভাবিক নিয়মে নিয়মিত সেশনটি চালু থাকবে৷

এদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন৷ এর ব্যাপ্তি হবে ১০ মিনিট৷ এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না৷ শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বা বেচার সুযোগ পাবেন৷ এ সেশন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে৷

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।