ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

‘পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
‘পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে’ বক্তব্য রাখছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই।

বড় কোনো দুষ্ট শক্তি যদি শেয়ারবাজারে এসে খেলতে চায়, সেটা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দেব।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ পেন্ডেমিক’ সেমিনার ও ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার অনলাইন ভার্সন অফিসিয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সেটার বাস্তবায়ন দেখা যাবে। তখন বড় কোনো শক্তি শেয়ারবাজারকে চেষ্টা করেও আর ফেলতে পারবে না।

তিনি বলেন, শেয়ারবাজারে দুষ্ট কোনো শক্তি যেন বিনিয়োগকারীদের নিঃস্ব করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পাশাপাশি কমিশনও সতর্ক আছে। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছি।  

শিবলী রুবাইয়াত বলেন, আমরা আরও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) দেব। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়ছে। তবে যদি কখনো দেখা যায় এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা তা পরিবর্তন করবো। আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সাশ্রয়ী করবে।  

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন করোনা শুরু হয়েছে। তখন পুঁজিবাজার আড়াই মাস বন্ধ ছিল। এরমধ্যেও আমরা কাজ করেছি। মূলত অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছি।  

বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকার করোনার সময়ে সাপ্লাই চেইনে যে দূরদর্শিতা দেখিয়েছে তা আমরা এখন বিভিন্ন সূচকের মাধ্যমে দেখতে পারছি। আমরা অর্থনৈতিকভাবে সফলতা পাচ্ছি।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সাইদুর রহমান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।  

এতে স্বাগত বক্তব্য রাখেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মুনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।