ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর এজিএম সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ডিএসইর এজিএম সোমবার

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ ডিসেম্বর) ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএসইর এজিএম আগামী সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সভায় ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা অংশ নেবেন।

২০১৯-২০ অর্থবছরের সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ ঘোষিত ৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন হতে পারে। এর আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।