ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

বুধবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বুধবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে বুধবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে

ঢাকা: বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। দিনটি উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ মার্চ) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাতির পিতার জন্মদিন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

১৮ মার্চ দেশের অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও যথারীতি চলবে।

১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ উপজেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।