ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারও চালু থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, মার্চ ২২, ২০২১
ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারও চালু থাকবে

ঢাকা: কোভিড-১৯ মহামারিসহ যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেনও চালু রাখা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

সোমবার (২২ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারিকালসহ যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সব লেনদেন অব্যাহতভাবে চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।