ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হলো ৩৮ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৮, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হলো ৩৮ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৩৮ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।  

যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ডিএসই ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৪০ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৫০ হাজার টাকা বিএসসিসিএল এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ এক হাজার টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের।

এছাড়া ব্লক মার্কেটে আমান কটন, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ট্যানারি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, এমারেল্ড অয়েল, ফেডারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, ফরচুন সু, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, লুব-রেফ, মোজাফফর হোসাইন স্পিনিং, ন্যাশনাল ফিড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, আরএন স্পিনিং, সাইফ পাওয়ার, সালভো কেমিক্যাল, সি পার্ল, সিলভা ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।