ঢাকা: পবিত্র ঈদুল আজহার পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ২৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ৬৩ কোটি টাকা কম।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বিএটিবিসি। কোম্পানিটির ৬ কোটি ২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার রহিম টেক্সটাইল এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৬০ লাখ ১৫ টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসএমএকে/এএটি