ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, সেপ্টেম্বর ২২, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ১৭৪ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।  যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৪২ কোটি টাকা বেশি।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির ৩২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছিল। বুধবার ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৮০ কোটি ৫১ লাখ ৯০ হাজাট টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ কোটি ২০ লাখ টাকার এনভয় টেক্সটাইল, তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকার বেক্সিমকো লিমিটেড, চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি টাকার শাহজীবাজার পাওয়ার এবং ষষ্ঠ সর্বোচ্চ ৬ কোটি ১৭ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে এসএস স্টিল লিমিটেডের।  


বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।