ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডকে মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় সাউথ বাংলা ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ, আর ৪ শতাংশ স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরপর কোম্পানিটির ৮ম বার্ষিক সাধারণ সভায় উক্ত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালের ৩০ জুন বিএসইসির নোটিফিকেশন পরিপালনের জন্য সাউথ বাংলা ব্যাংক বিএসইসি কাছে স্টক লভ্যাংশের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে কমিশন সভায় সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসএমএকে/এমএমজেড