ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

এশিয়া ইন্স্যুরেন্সের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এশিয়া ইন্স্যুরেন্সের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে প্রতিষ্ঠানটির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে কারণ ছাড়াই বাড়ছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৭ ডিসেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।