ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সিআরও পদে অনুমোদন পেলেন খায়রুল বাশার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ডিএসইর সিআরও পদে অনুমোদন পেলেন খায়রুল বাশার খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ মার্চ) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, ২০২০ সালের ০৫ জানুয়ারি অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য ছিল। পরে ২০২১ সালের ০১ সেপ্টেম্বর এ পদে যোগদান করেন শওকত জাহান। তবে নিয়োগের মাত্র দুই মাস পর তিনিও পদত্যাগ করেন।

এদিকে, ২০২১ সালের ০১ নভেম্বর সিআরও পদ থেকে শওকত জাহান খান পদত্যাগ করলে কমিশন থেকে অনুমোদনের পর নিয়োগের বিষয়ে প্রক্রিয়া শুরু করে ডিএসই। তারই ধারাবাহিকতায় খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে ডিএসইর পরিচালনা পর্ষদ অনুমোদন করে প্রস্তাব পাঠায় কমিশনে। পরে কমিশন তাকে সিআরও পদে নিয়োগের বিষয়টি অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।