ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
নড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শরীয়তপুর: শরীয়তপুরে নড়িয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল, ওষুধ বিতরণ ও বহুমুখী স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ঘড়িষার ইউনিয়নে সুরেশ্বর কলেজ ক্যাম্পাসে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুভসংঘের উপজেলা সভাপতি মো. শামিম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহবুব আলমের সঞ্চালনায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও স্বাস্থ্যসেবা দেন ডা. সাইফুল ইসলাম রোজ, ডা. নুপুর বিশ্বাস, ডা. অনিদ্য দাস ও ডা. আহসান আরা সিমা।

এ সময় তিন শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ, ওজন পরিমাপ করা হয়। এছাড়া বিশেষভাবে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের জরায়ু মুখ ও স্তন ক্যানসার পরীক্ষার জন্য ভায়া রেজিস্ট্রেশন করে রেফারেল ফরম দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে ইকুইপমেন্ট ও অন্যান্য সামগ্রী সরবরাহ করেন ঘড়িষার ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ