ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

অসহায়দের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
অসহায়দের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ 

নারায়ণগঞ্জ: গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘ।  

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় প্রায় অর্ধশতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, গরিব ও দুস্থদের সেবায় দেশের বিভিন্ন জেলায় আমাদের সংগঠনটি বিভিন্ন কাজ করে আসছে। পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। আমরা চেষ্টা করেছি, সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে।  

বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম রাসেল ও দীপ বাপ্পি, সদস্য ফয়সাল আহমেদ, প্রদীপ দাস, নিউজটোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ ও কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।