ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

মাদারীপুরে আন্তর্জাতিক সহনশীলতা দিবস উদযাপন বসুন্ধরা শুভসংঘের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
মাদারীপুরে আন্তর্জাতিক সহনশীলতা দিবস উদযাপন বসুন্ধরা শুভসংঘের

মাদারীপুর: আন্তর্জাতিক সহনশীলতা দিবস ১৬ নভেম্বর। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে সদর উপজেলার পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ে শুভসংঘের মাদারীপুর জেলা শাখার উদ্যোগে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, ১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) সদস্য রাষ্ট্রগুলো ‘সহনশীলতা নীতির ঘোষণাপত্র’ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়।  

তারই আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৬ সালে ৫১/৯৫ নম্বর প্রস্তাবটি গ্রহণের মাধ্যমে ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে।

এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয় ‘সহনশীলতা হলো আমাদের বিশ্বের সংস্কৃতির সমৃদ্ধশালী বৈচিত্র্য, আমাদের প্রকাশের ধরন এবং মানুষ হওয়ার উপায়গুলোর সম্মান, গ্রহণযোগ্যতা এবং উপলব্ধি’।  

অন্যের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে সম্মান এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করতে বিশ্বজুড়ে দিবসটি ঘিরে নানা আয়োজন করা হয়।  

বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর সদর উপজেলা শাখার যুবকল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক সরদার মুহিব্বুল্লাহ।  

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, দিদার মোল্লাসহ সংগঠনের অন্যান্যরা।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।