ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন মানতে চালকদের সচেতন করল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ট্রাফিক আইন মানতে চালকদের সচেতন করল বসুন্ধরা শুভসংঘ

শরীয়তপুর: সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্পর্কে যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে শরীয়তপুরে প্রচারণা চালিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে শহরের কোর্ট এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার কর্মসূচি পালন করা হয়।

সেই সঙ্গে যেসব চালক নিয়ম-নীতি মেনে কাগজপত্র নিয়ে যানবাহন চালাচ্ছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভসংঘের সদস্যরা।

সচেতনতামূলক লিফলেট ও ফুলের শুভেচ্ছা পেয়ে মোটরসাইকেল চালক মো. আতিকুর রহমান সোহেল বলেন, হেলমেট থেকে শুরু করে আমার কাগজ ঠিক ছিল, এজন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে সবারই এসব সম্পর্কে জানা এবং সচেতন থাকা জরুরি।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার বসুন্ধরা শুভসংঘ উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য কবিরুল আলম মনির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুরাদ মুন্সি, ট্রাফিক সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য, টিএসআই চুন্নু মোল্লা ও কনস্টেবল শহিদুল।

বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ ফুলের শুভেচ্ছা সচেতনতা কর্মসূচি প্রসঙ্গে কল্লোল কুমার বলেন, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। সেই সঙ্গে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এটি খুবই ভালো উদ্যোগ।  

ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১৯,২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।