ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় যৌথ অভিযানে বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় যৌথ অভিযানে বসুন্ধরা শুভসংঘ

কলাপাড়া (পটুয়াখালী): শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ে। হাজারো মানুষের পদচারণঅ ও বিচরণে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পড়ে থাকে সৈকতের বিভিন্ন পয়েন্টে।

সৈকত পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য শুভসংঘ কুয়াকাটা শাখার উদ্যোগে সোমবার সকালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্যটকদের সচেতনতা বৃদ্বি করার লক্ষ্যে বক্তব্য রাখেন শুভসংঘ্য কুয়াকাটা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ পারভেজ সাগর, কুয়াকাটা প্রেসক্লাব সদস্য আবুল হোসেন রাজু, এস,এম আলমাস, আসাদুজ্জামান মিরাজ।  

এর পরই শুভসংঘ সদস্য, পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীরা কুয়াকাটার জিরোপয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।  

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মো. ইসতিয়াক বলেন, আমরা স্থানীয় শুভসংঘের সদস্যদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে সৈকত পরিচ্ছন্নতায় কাজ করেছি। এতে নিজেকে ধন্য মনে করছি। কেননা আমাদের পরিবেশ এবং সমাজ তথা দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আপনার সবার। শুভ সংঘের মাধ্যমে সমাজের সর্ব স্তরের মানুষ ও সংগঠন এগিয়ে এলে আমাদের দেশ আরো সুশৃঙ্খল হবে এবং পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে।

সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে উপস্থিত সব শ্রেণির মানুষ ও শুভসংঘের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার রোধের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।