ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে পাবনায় বসুন্ধরা শুভসংঘের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে পাবনায় বসুন্ধরা শুভসংঘের সভা

পাবনা: বর্তমান প্রেক্ষাপটে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার আয়োজনে আজ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৯ নভেম্বর) পাবনা মহিলা কলেজের পাশে গোপালপুর মহল্লায় একটি কফি হাউজে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বর্তমান প্রেক্ষাপটে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি তা নিয়ে আলোচনা করা হয়।

পাবনা জেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি বাবলা ওয়াজেদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, আতাইকুলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম অলি, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ সরদার, সাংস্কৃতিক সম্পাদক নাইম ইসলাম, অন্তর, সাইদুর রহমান আলভী, হামিম সেখা, আখি খাতুন, মেঘলা, অথৈ, মিম প্রমুখ।

প্রধান অতিথি এস এম মাহবুব আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহত পরিবারের পাশে থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ পাবনাসহ সারা দেশে অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা সারা দেশে প্রশংসনীয়।

পাবনার আতাইকুলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাজু ইসলাম অলি বলেন, ‘সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা বর্তমান প্রেক্ষাপটে সত্যিই খুবই ভালো একটি উদ্যোগ—এ জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুনাগরিক তৈরি হলে দেশ এগিয়ে যাবে, একজন সুনাগরিকের অনেক দায়িত্ব। ’

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক আলী আকবর রাজু বলেন, ‘শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশেই নয় বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণসহ নিরলসভাবে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ করে যাচ্ছে। ’ 

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ