ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু সচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু সচেতনতামূলক সভা

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার উপায় নিয়ে আলোচনা করেন।

বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুর রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। এই কর্মসূচি আমাদের একটি ছোট প্রচেষ্টা, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ