ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নরসিংদীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বক্তৃতা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
নরসিংদীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বক্তৃতা প্রতিযোগিতা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বক্তৃতা প্রতিযোগিতা

নরসিংদী: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মাদরাসাশিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখা।  

শুক্রবার (০৩ জানুয়ারি) দিনব্যাপী শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ফারুকিয়া শেরপুর মাদরাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

এতে চারটি ক্যাটাগরিতে ২৯০ জন প্রতিযোগী অংশ নিয়ে ১৬ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জাকির হোসেন, মুফতি মাসুদুর রহমান, বসুন্ধরা শুভসংঘের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মাসুম, শুভসংঘের সদস্য দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।  

‘বাংলার দ্বিতীয় স্বাধীনতা, অত্যাচার প্রতিরোধে ইসলামের অবদান, নির্যাতিত মুসলিম উম্মাহ, রক্তাক্ত মুসলিম বিশ্ব, অভিশপ্ত জাতীয়তাবাদ, মুসলিম বিশ্বে গণহত্যা, ইসলামের বিজয়, কথিত জাতিসংঘ কার স্বার্থে, বর্তমান প্রেক্ষাপট ও মুসলমানদের করণীয়’ বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এনামুল হাসান জানায়, মাদরাসা কর্তৃপক্ষও প্রত্যেক বছর আমাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে। বসুন্ধরা শুভসংঘের সমসাময়িক বিষয় নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে জানার পরিধি বাড়িয়ে দিয়েছে।  

অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দীন বলেন, বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে পাঠ্যসূচির বাইরে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নিজের দক্ষতা বাড়াতে অনুপ্রাণিত করবে।

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ধ্যান-ধারণা, দেশের বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক ইতিহাস এবং ইসলামের চেতার প্রসার ঘটানোর লক্ষ্যে এ আয়োজন। এ প্রতিযোগিতা মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে মেধা-মননের বিকাশ, প্রয়োজনীয় যোগাযোগ দক্ষতা ও কালচারাল ইন্টেলিজেন্স অর্জন এবং নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা,জানুয়ারি ০৩, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।