বসুন্ধরা শুভসংঘ কাউখালী শাখার আয়োজনে আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহযোগিতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে আইডিয়াল কেজি স্কুলের হলরুমে সকাল ৯টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
বসুন্ধরা শুভসংঘ কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি), ফয়সাল আল নূর। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কাউখালী উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মিলন কান্তি দে, মদিনাতুল আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সানাউল্লাহ খান, শুভসংঘ কাউখালী উপজেলা শাখার সহ সভাপতি সাহিদা আক্তার মুন্নি, যুগ্ন সম্পাদক সুমাইয়া আক্তার মাহি, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল মিম, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রেমি দেওয়ান, দপ্তর সম্পাদক মো: এরশাদ, কার্যকরি সদস্য সেঁজুতি চাকমা, রিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শুভসংঘ কাউখালীতে যে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের অলস সময়ে শুভসংঘের এ প্রতিযোগিতা মেধা বিকাশে ভালো অবদান রাখবে। এ সময় বাক্তারা শুভসংঘের পরবর্তী যেকোনো কার্যক্রমে সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিযোগিতায় ক ও খ ক্যাটাগরিতে ১৫ অংশগ্রহণকারীকে ড্রয়িং খাতা, রং পেন্সিল ও সনদপত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্ক