ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

‘সবজি দেখে লিখব খাতায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
‘সবজি দেখে লিখব খাতায়’

ব্রাহ্মণবাড়িয়া: ৩৭ রকমের সবজি। প্রতিটির বাংলা ও ইংরেজি নাম টেবিলে লিখে সাজানো।

টেবিল ঘিরে শিক্ষার্থীদের ভিড়। কেউ খাতায় লিখছে, কেউ আবার নিজেদের মধ্যে আলোচনা করছে।

শিক্ষকরা শিক্ষার্থীদের এসব সবজির নাম ও গুণাগুণ সম্পর্কে ধারণা দিচ্ছেন।

আয়োজনের নাম ছিল ‘সবজি দেখে লিখব খাতায়’। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সবজি নিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়।

তিনটি কক্ষে প্রায় দেড়শ শিক্ষার্থী ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়। পরে শিক্ষার্থীদের পছন্দমতো পুরস্কার হিসেবে দেওয়া হয় সবজি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির নয়জন শিক্ষার্থী পুরস্কৃত হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান।  

অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ার হোসেন শামীম, ফরহাদুল ইসলাম, আশীষ সাহা প্রমুখ।

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, ‘আয়োজনটি শিক্ষার্থীরা বেশ উপভোগ করেছে। তারা সবজি দেখে তাৎক্ষণিকভাবে বাংলা ও ইংরেজিতে নাম ও গুণাগুণ লিখে আমাদের অভিভূত করেছে। এমন আয়োজনের জন্য আমরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। ’

প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন বলেন, সবজির প্রতি শিশুদের আগ্রহ সাধারণত কম থাকে। এই আয়োজনের মাধ্যমে তারা সবজির নাম, গুণাগুণ জানার পাশাপাশি খাওয়ার প্রতি আগ্রহী হবে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই চোখে পড়ার মতো ছিল।

ইউএনও ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি বলেন, বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন সত্যিই ব্যতিক্রমী। এটি শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।