বসুন্ধরা শুভসংঘ পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮৫ নম্বর দক্ষিণ জয়পুর সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ভাষার মাস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের হলরুমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন মূল্যায়ন শেষে হলরুমেই ঘোষণা করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নাম।
এ সময় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বসুন্ধরা শুভসংঘ নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অনুপ কুমার সিকদার।
আরো উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মিলি সিকদার, সহকারী শিক্ষক নাসিমা আক্তার, মনিশা বিশ্বাস, প্রতিভা রায়, সালমা আক্তার, কালের কণ্ঠের নাজিরপুর উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য হাসান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘ নাজিরপুরে যে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।
শিক্ষার্থীদের অলস সময়ে শুভসংঘের এ প্রতিযোগিতা মেধা বিকাশে ভালো অবদান রাখবে।
এ সময় বক্তারা শুভসংঘের পরবর্তী যেকোনো কার্যক্রমের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিযোগিতায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখলকারীদের তিনটি বই ও বাকিদের খাতা, পেনসিল দেওয়া হয়।
ওই স্কুলের একজন শিক্ষিকা সালমা আক্তার বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি। শুভসংঘের যেকোনো কাজে আমি ও আমার স্কুল পাশে থাকবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেছে, বড় হয়ে আমরা বসুন্ধরা শুভসংঘের হয়ে কাজ করব।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্ক