ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাথরঘাটায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, মার্চ ৩, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাথরঘাটায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা): বসুন্ধরা শুভসংঘের বরগুনার পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে ১৫ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় ও 
কালের কণ্ঠ পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।  

এসময় বক্তব্য দেন- বসুন্ধরা শুভসংঘের পাথরঘাটা শাখার সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সমাজসেবক মেহেদী শিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম ও প্রশিক্ষক মোসা. রেকছোনা ইয়াসমিন।

সেলাই প্রশিক্ষণে পাথরঘাটা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ নিতে আসা মর্জিনা বেগম বলেন, আমার স্বামী ২০১৮ সালে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। আমি এক ছেলেসহ অনেক কষ্টে দিনযাপন করছি। সেলাই প্রশিক্ষণ পেয়ে বাড়িতে বসে কাজ করে স্বাবলম্বী হবো। বসুন্ধরা শুভসংঘ যাচাই-বাছাই করে আমার নামটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
 
প্রশিক্ষণে অংশ নেওয়া আকলিমা আক্তার বলেন, আমি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেলাই মেশিন দিয়ে গ্রামের মানুষের জামা-কাপড় তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।

প্রধান অতিথি রোকনুজ্জামান খান বলেন, আমি যতটুকু দেখলাম, হতদরিদ্রদের তালিকাভুক্ত করা হয়েছে। আশা করছি, যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা স্বাবলম্বী হবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।