ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বস্তির শিশুদের হাতে কুরআন শরিফ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
বস্তির শিশুদের হাতে কুরআন শরিফ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

ঢাকা: মিরপুরের টিনশেড বস্তির শিশুদের মধ্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে রোববার (৯ মার্চ) সকালে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ করা হয়।

এসময় নতুন কুরআনের মলাটের গন্ধে যেন এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে পড়ে বাতাসে।

কুরআন শরিফ পেয়ে ছোট্ট আবির জানায়, আমি কুরআন পড়তে শিখতে চাই। আল্লাহর কথা জানব, আম্মুকে শোনাব।

এসময় সেখানে উপস্থিত স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হোসেন শিশুদের ব্যাপারে বলেন, এরা আমাদের ভবিষ্যৎ। এদের হাতে যদি আমরা কুরআনের আলো তুলে দিতে পারি, তাহলে সমাজটা একদিন সত্যিই সুন্দর হবে।

বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক ওয়ালী খান ইউসুফযাই বলেন, আমরা শুধু কুরআন দিচ্ছি না বরং ওদের স্বপ্নের সঙ্গে এক টুকরো আশার আলো যোগ করছি। এ শিশুরা যেন সত্যিকারের ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, এটাই আমাদের চাওয়া। বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ সমাজের অবহেলিত শিশুদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। ভবিষ্যতেও আমরা এভাবে আলো ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ আমরা বিশ্বাস করি, কুরআনের জ্ঞানই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ