ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লায় এতিমদের নিয়ে ইফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লায় এতিমদের নিয়ে ইফতার 

কুমিল্লা: কুমিল্লায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) আঞ্জুমান মফিদুল ইসলামের কুমিল্লা শাখার এতিম শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের বন্ধুদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।

 

সংগঠনের কুমিল্লা শাখার উপদেষ্টা গোমেতী সংবাদ পত্রিকার সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, শুভসংঘের সভাপতি ও কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, ব্যবসায়ী দিদারুল রেজা রাসেল, সহসভাপতি আবুল বাশার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মো. রায়হান হোসেন, সকালের সময়ের কুমিল্লা প্রতিনিধি মো. ইবনুল হাসান রায়হান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মির্জা নূরুন্নবী, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. তারিকুল ইসলাম সোহেল, আহমদ সিফাতুল্লাহ জাইম, জিটিভির কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন ভূইয়াসহ অনেকে।

ইফতারের আগমুহূর্তে মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মফিদুল ইসলামের শিক্ষক হাফেজ মো. মোস্তাক আহমেদ।

বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা কমিটি ‘গরিব ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ’, ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’, ‘অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসা’, ‘বই পাঠের আয়োজন’, ‘রচনা প্রতিযোগিতা’, ‘শিক্ষার্থীদের মধ্যে সবজির চারা বিতরণ’, ‘ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন’সহ আরও বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ