ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

বোচাগঞ্জ (দিনাজপুর): বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল সোমবার (১০ মার্চ) কলেজ ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের আশেপাশের দোকানদার, রিক্সা চালকসহ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ শেষে শুভসংঘের কলেজ শাখার বন্ধুরা একসঙ্গে ইফতার করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে তারা দেশ ও মানুষের কল্যাণে দোয়া করেন।  

বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সহ-সভাপতি মুরাদ, ইসমাইল সাধারণ সম্পাদক মাইশা হুমাইরা ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয়, আন্না, রাসেল, ইভেন্ট সম্পাদক হুমাইরা হিমু, ক্রীড়া সম্পাদক জোতির্ময় রায়, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আসিফ, সহসমাজকল্যাণ সম্পাদক ইমন কার্যকরী সদস্য জাহাঙ্গীর, রাজকুমার, লাবু, রাসেল, খাদিজা, মশিউর, আদিব, পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ