বগুড়া: ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার অন্তর্গত সরকারি আজিজুল হক কলেজে নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শুভসংঘ বগুড়া জেলা শাখা সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন ও কালের কণ্ঠ ডিজিটালের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান।
পরিচিতি সভায় সাংগঠনিক কাঠামো ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন।
এর আগে নাজমুল হোসেনকে সভাপতি ও মুনিরুজ্জামান মুনিরকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার ৫৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সোমবার (১০ মার্চ) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আসফাক উর রহমান চন্দন নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর করেন সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। সংগঠনের নতুন কমিটির সদস্যরা পরিচিতি পর্বে অংশ নেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিচিতিসভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার নির্বাহী সদস্যরাসহ সভাপতি মশিউর রহমান, সহসভাপতি উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাহুল ইসলাম রাহাত, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল হাসান মনির, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-নারী বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন ও রাজিয়া সুলতানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক তারমিন আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মেহেদি হাসান রাকিব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার শিলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহমেদ উদয়, কার্যনির্বাহী সদস্য জি এম রহমতুল্লাহ, শাকিবুজ্জামান সৌমিক, লিমন, মইনুল হাসান, মনিরুজ্জামান ও গোলাম মোস্তাকিম।
সভায় উপস্থিত বক্তারা শুভসংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনের কার্যক্রম আরো বেগবান করার আহ্বান জানান। তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বগুড়ায় বসুন্ধরা শুভসংঘকে আরো সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্য সদস্যরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিচিতিসভা শেষে বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার উপদেষ্টা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর সংগঠনের সব সদস্যের সাথে পরিচিত হন এবং কর্মপরিকল্পনায় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ শাখার নতুন কমিটি সেই ধারাবাহিকতায় তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
নিউজ ডেস্ক