ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন আনোয়ারার নতুন পথের দিশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, এপ্রিল ৩, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন আনোয়ারার নতুন পথের দিশা

ব্রাহ্মণবাড়িয়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেওয়া সেলাই মেশিন আনোয়ারা নামে এক নারীর নতুন পথের দিশা হয়েছে।  

রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাকে এই সেলাই মেশিন ও ঈদ উপহার দেওয়া হয়।

 

এ সময় ঈদুল ফিতর উপলক্ষে ১০ জন দরিদ্রের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এই সেলাই মেশিন পেয়ে কর্তৃপক্ষের জন্য দোয়া করেন তারা।

ব্যবসায়ী ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিপাত মো. ইশতিয়াক ভুঁইয়া।  

এতে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিমন, ইসলামপুর টাইটেল মাদরাসার অধ্যক্ষ মুফতি সাঈদ আল মামুন, সাংবাদিক আ ফ ম কাউছার এমরান, ইব্রাহিম খান সাদাত, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান পায়েল, মো. শাহাদাৎ হোসেন, শুভসংঘের সদস্য শাহাদাৎ হোসেন, চয়ন বিশ্বাস প্রমুখ।  

কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর পরিকল্পনায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক হেদায়েতিল আজিজ মুন্না।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।