সুনামগঞ্জের কৃষকদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলা শাখা। শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির এই সময়ে কৃষকদের কষ্ট লাঘবে এ উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (৬ মে) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার পাটানবাড়ী গ্রামের ফসলি মাঠে সদর উপজেলার বাসিন্দা প্রান্তিক কৃষক আব্দুল আহাদের জমিতে যান বসুন্ধরা গ্রুপের শুভসংঘ সদস্যরা। সেখানে তারা ধান কাটায় সহায়তা করেন এবং কৃষকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ নাফিস নোমান, সহ-সভাপতি দুর্জয় দত্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লাবিব, সাংগঠনিক সম্পাদক অমি দাস গুপ্ত এবং সদস্য আবু হামজা, জিহাদ আলম নয়ন, জুবেল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি আহমেদ নাফিস নোমান বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আমাদের প্রধান খাদ্যশস্য ধান, যার সিংহভাগ উৎপাদিত হয় বোরো মৌসুমে। বর্তমান সময়ে শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে যখন চাষিরা ধান কাটতে হিমশিম খাচ্ছেন, তখন আমরা প্রান্তিক কৃষক আব্দুল আহাদ সাহেবের পাশে দাঁড়িয়েছি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লাবিব বলেন, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। আমরা চাই মানবিক বাংলাদেশ গড়তে। মাটির টানে কৃষি ও কৃষকের পাশে দাঁড়িয়েছি। দেশের খাদ্য চাহিদা পূরণে তারা যে কঠোর পরিশ্রম করেন, সেই অভিজ্ঞতা আমাদের জন্য শিক্ষণীয়।
সহায়তা পাওয়া কৃষক আব্দুল আহাদ বলেন, শ্রমিকদের মজুরি এবার অনেক বেশি। অন্যদিকে চলছে প্রচণ্ড গ্রীষ্মের তাপপ্রবাহ। ঝড়বৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শুভসংঘের সদস্যরা এসে যে সহায়তা করেছেন, এতে খুবই খুশি হয়েছি।
বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরাও। তারা বলেন, কৃষকের প্রতি ভালোবাসা ও সহযোগিতার এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা রাখি।
এসআরএস