শিশুদের সামগ্রিক বিকাশে স্কুল মুখ্য ভূমিকা পালন করে। শিশু তার শৈশবকালে যে পরিবেশ এবং অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, তাতে স্কুল এবং তাদের শিক্ষকমণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পিরোজপুরের নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিশুর সাংস্কৃতিক ও মানসিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) উপজেলার সদরে অবস্থিত সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি উথান মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন হাজরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সমাদ্দার।
এছাড়া মতবিনিময় সভায় অংশ নেন কালের কণ্ঠের প্রতিনিধি অহিদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষকবৃন্দ। এসময় বক্তাদের মতামতের মধ্য দিয়ে শিশুর সাংস্কৃতিক ও মানসিক বিকাশে প্রাথমিক শিক্ষার গুরুত্ব ও শিক্ষকদের অবদান উঠে আসে।
বক্তারা বলেন, স্কুল একটি কাঠামোগত এবং সংগঠিত শিক্ষার পরিবেশের সঙ্গে বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করে। স্কুল একটি কাঠামোগত পরিবেশ দিতে পারে যেখানে শিশুরা সমবয়সীদের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে এবং একে অন্যের সঙ্গে তারা ভাবের আদান-প্রদান করতে পারে। স্কুল শিশুদের সামাজিক এবং মানসিক বিকাশের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে। সামাজিক দক্ষতা, পারস্পরিক সহানুভূতি এবং দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা তৈরি হয়।
এছাড়াও, গ্রুপ প্রজেক্ট, খেলাধুলা, শিল্পকলা, সঙ্গীত, নাটক এবং ক্লাবের মতো পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপগুলির মাধ্যমে স্কুলগুলো শিশুদের মধ্যে আত্মসচেতনতা, একে অন্যের সহযোগিতা, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের গুণাবলি অর্জন করতে সাহায্য করে।
বক্তারা আরও জানান, শিশুদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে স্কুলগুলির একটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। শিক্ষকগণ বিভিন্ন মূল্যবোধ, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি শেখার এবং বোঝার জন্য একটি প্ল্যাটফর্ম দেয়। স্কুল শিশুর সাংস্কৃতিক সচেতনতা, সম্মানবোধ এবং অন্যের উপলব্ধি বোঝার সক্ষমতা তৈরি করে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে নাজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সমাদ্দার বলেন, এমন ভিন্ন আয়োজন আমাদের মুগ্ধ এবং সম্মানিত করেছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুর জন্য শিক্ষকদের অবদান ফুটে উঠেছে। আমরা শিক্ষক সমাজ শিশুর মানসিক ও সাংস্কৃতিক বিকাশে আরও ভূমিকা রাখার অনুপ্রেরণা পাচ্ছি। আমি বসুন্ধরা শুভসংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক আরমান আরা মলি, সুলতানা আফরোজ, জেসমিন আক্তার, অপূর্ব খান, শারমিন সুলতানা, নাদিরা আক্তার, মো. মনিরুজ্জামান শেখ, মো. সাফায়েত হোসাইন, সংযুক্তা তালুকদার, বৈশাখী রানী প্রিয়াংকা, বসুন্ধরা শুভসংঘ নাজিরপুর উপজেলা শাখার শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফাহাদ, সদস্য হাসান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, নারী বিষয়ক সম্পাদক মারজানা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক তাসিন হাওলাদার।
আরএ