ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে ডাস্টবিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, মে ২৬, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে ডাস্টবিন বিতরণ

পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।  

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বসুন্ধরা শুভসংঘ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মহিব উল্যাহ মহিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা আকবর হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল।  

এছাড়াও উপস্থিত ছিলেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আব্দুল বারী বাবলু, শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, আব্দুল জব্বার আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থীরা ঝুড়ি ও ঝাড়ু হাতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে। এ সময় পরিচ্ছন্নতা রক্ষায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার গুরুত্ব তুলে ধরা হয়।

যেসব শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়- পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, চরবাটা হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবিয়া কমিউনিটি ক্লিনিক, হাবিবিয়া কুরআন শিক্ষাকেন্দ্র, পূর্ব চরবাটা সমাজকল্যাণ পরিষদ।

মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, "পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সর্বদা সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভ কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। "

অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, "শুভসংঘের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এই ডাস্টবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। "

শিক্ষার্থী সামান্তা রহমান বলে, "আজকের কার্যক্রমে অংশ নিয়ে আমি নিজে অনেক কিছু শিখেছি। আমাদের দায়িত্ব আমাদের চারপাশ পরিষ্কার রাখা। এতদিন আমরা জানতাম না ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হয়। এখন আমরা আমাদের ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে ফেলবো। "

শিক্ষার্থী সাইমরা রহমান অনু বলেন, "শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি আমাদের বিদ্যালয়ের সবাই ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। "

অনুষ্ঠানের শেষে শুভসংঘের নেতারা জানান, সমাজে সব শুভ কাজের পাশে শুভসংঘ, স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ