ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুন ২৭, ২০২৫
খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ 

খুলনা: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখা।

শুক্রবার (২৭ জুন) নগরের ব্যস্ততম এলাকা পিটিআই মোড়, মডার্ন ফার্নিচার মোড়, দোলখোলা মোড় এবং বাগমারা এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

কার্যক্রমের অংশ হিসেবে শুভসংঘের স্বেচ্ছাসেবকরা পথচারী, যাত্রী এবং দোকানিদের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।  

লিফলেটে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ পদ্ধতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী  জানান, বর্তমানে অনেকেই করোনার হুমকিকে হালকাভাবে নিচ্ছেন। অথচ ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে। সাধারণ মানুষকে আবার সতর্ক করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের করোনা সংক্রান্ত জ্ঞান যাচাই করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কার্যক্রমে উৎসাহভরে অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সহ-সভাপতি মনিরা সুলতানা জানান, বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।  

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক দিপু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শম্পা মণ্ডল, সাহিত্য সম্পাদক শিক্ষক সনথ ঘরামী, দপ্তর সম্পাদক রুদ্র দাশ, সদস্য সানি ইসলাম, ফারুক আক্তার, বসুন্ধরা শুভসংঘের বন্ধু অর্পিতা সরকার, সেজুতি মণ্ডল, মিনহাজ, দীপন, মুগ্ধ, ইমি, পাইকগাছা উপজেলা শাখার সভাপতি কার্তিক দাশসহ অনেকে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।