ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, জুলাই ৬, ২০২৫
নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল বিতরণ

নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা নুরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক হৃদয়ছোঁয়া কর্মসূচির আয়োজন করা হয়।  

রোববার ( ৬ জুলাই) মাদরাসার ১২৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মৌসুমি ফল হিসেবে আম, আনারস, কাঁঠাল ও কলা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুভসংঘের নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি তোকির আহমেদ তানজিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিফাত।

অনুষ্ঠানে বক্তব্যে বসুন্ধরা শুভসংঘের নালিতাবাড়ী  উপজেলা শাখার উপদেষ্টা সদরুল আমিন বলেন, ‌শিশুদের মুখে হাসি ফোটানো এবং মানবিক কাজে পাশে থাকা বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য। আমরা চাই এ ধরনের কর্মকাণ্ড যেন প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে মাদরাসার প্রধান হাফেজ মাওলানা সায়েদুল ইসলাম সাইদ দোয়া পরিচালনা করেন এবং বসুন্ধরা শুভসংঘের জন্য কল্যাণ ও সফলতা কামনা করেন।

বক্তব্যে শুভসংঘ নেতারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ