মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ফলদ গাছের ৬০টি চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার নবগঠিত কমিটি।
বিতরণকৃত গাছগুলোর মধ্যে ছিল জলপাই, লেবু, পেয়ারা, কাঁঠাল, খেজুর, চালতা, আতা ফল, জারা লেবু ইত্যাদি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো মাঠে বসুন্ধরা শুভসংঘ কর্তৃক আয়োজিত গাছের চারা বিতরণী অনুষ্ঠানে কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি তার বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘের সব ভালো কাজ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ বৃক্ষরোপণের যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। এই কার্যক্রম থেকে অনুপ্রেরণা নিয়ে সবাইকে নিজ বাড়িসহ আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কাজের মাধ্যমে মানুষের মাঝে শুভসংঘ ভালো পরিচিতি পেয়েছে। তাই শুভসংঘের সদস্যদের এই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ। এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে ভালো কাজে সম্পৃক্ত রাখার জন্য শুভসংঘকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামীতে শুভসংঘের প্রতিটি ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাহ আলম শামীম, শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সিয়াম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।
সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস জানান, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখা শুভকাজের মাধ্যমে সবসময় মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। সৃজনশীল ও মানবিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নের অংশিদার হবে বসুন্ধরা শুভসংঘ। বৃক্ষরোপণ কর্মসূচিসহ গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে গাছপালার প্রতি যেন ভালোবাসা তৈরি হয় সে লক্ষ্যেই আজকের এই আয়োজন।
আরএ