ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে নিষিদ্ধ ওষুধসহ বাংলাদেশি আটক

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
সিঙ্গাপুরে নিষিদ্ধ ওষুধসহ বাংলাদেশি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিঙ্গাপুর: তিন হাজার পাঁচশ’ ২০টি ঘুমের ট্যাবলেটসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি (আই.সি.এ)।

মোহাম্মদ আবদুল মোমিন (৩৪) নামের ওই ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে আসার পর টার্মিনাল-১ এ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে।

পরে তার ব্যাগ তল্লাশি করে একটি কার্টনের মধ্যে রাখা ‘নিট্রাজিপাম’ নামক ৩৫২০টি ট্যাবলেট জব্দ করে।  

এরপর স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকের সহায়তায় ট্যাবলেটগুলো ক্ষতিকারক ও ঘুমের জন্য ব্যবহৃত হয় বলে নিশ্চিত করা হয়।

পরে আবদুল মোমিনকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ বা ক্ষতিকারক ঔষধ বহনের শাস্তি হিসেবে তাকে সর্বোচ্চ দশ হাজার ডলার জরিমানা এবং দুই বছর জেল দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ