ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

গানে-গানে সিঙ্গাপুরে বসন্ত বরণ

সিঙ্গাপুর-মালয়েশিয়া ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গানে-গানে সিঙ্গাপুরে বসন্ত বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় সিঙ্গাপুরে বসন্তকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুনে সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।



সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) উদ্যোগে আয়োজিত ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয় শায়লা আহমেদ ও তার ভঙ্গিমা নৃত্যগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে।

পরবর্তীতে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন জাদুকর আলী রাজ, জনপ্রিয় ব্যান্ড এল আর বি, বাউল শিল্পী সফি মন্ডল, অভিনেত্রী বাঁধন, সঙ্গীত শিল্পী সজল এবং মডেল নায়লা নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসবিএস-এর সভাপতি মো. সাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান।

আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল রাঁধুনী ও রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ