ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

সহজ জয়ে কোয়ার্টারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
সহজ জয়ে কোয়ার্টারে জোকোভিচ

তৃতীয় রাউন্ডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ব্যাথা বেশ ভুগিয়েছিল তাকে। তবে চতুর্থ রাউন্ড খেলার আগেই ব্যাথা সেরে গেল।

আর পুরোপুরি সুস্থ থাকলে নোভাক জোকোভিচ কী করতে পারেন তা সবারই জানা! অ্যালেক্স ডি মিনাউর তাই কোনো পাত্তা পেলেন না। জোকোভিচের সেই দানবীয় রূপের কাছে স্রেফ উড়ে গেলেন তিনি। তাকে ৬-২, ৬-১, ৬-২ গেমে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রাখেন জোকোভিচ।  

সহজ জয়ের পর ম্যাচটিকে এই বছর নিজের সেরা ম্যাচ বলে অ্যাখ্যায়িত করেছেন এই সার্বিয়ান তারকা। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, প্রথম সেটের শেষদিকে এবং দ্বিতীয় সেটের শুরুতে সে নার্ভাস বোধ করছি। দুর্বলতার ফায়দা নিয়ে তা প্রয়োগের চেষ্টা করার এটাই সুযোগ বলে মনে করেছি আমি। টেনিস দ্রুত ও গতিশীল খেলা। মুহূর্তের মধ্যেই মোড় ঘুরে যেতে পেরে। এই বছরে নিজের সেরা ম্যাচটি খেলতে সবসময় মনোযোগ ধরে রেখেছিলাম আমি। ’

২২ তম গ্র্যান্ড স্ল্যাম ছুঁতে আর মাত্র তিন ধাপ দূরে জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন রাশিয়ার আন্দ্রি রুবলেভকে। তার খেলার ধরণ কিছুটা ডি মিনাউরের মতোই। তাই একই ফলের আশা করছেন জোকোভিচ, ‘গত কয়েক বছরে শীর্ষ পাঁচে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়। তার খেলায় বিস্ফোরক ধরণ আছে বিশেষ করে সার্ভে। সে কিছুটা ডি মিনাউরের মতো, তাই আশা করছিল ফলটাও একই হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।