ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

প্রথম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন মনসুর স্পোর্টিং ক্লাব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
প্রথম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন মনসুর স্পোর্টিং ক্লাব

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মনসুর স্পোর্টিং ক্লাব। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

মাত্র এক মাসের অনুশীলনে এসেছে সাফল্য!

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার লিগে নিজেদের শেষ ম্যাচে ৩৫-১৫ গোলে পূর্বাচল পরিষদকে হারায় মনসুর স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে তারা ১৫-৭ গোলে এগিয়ে ছিল তারা। ম্যাচে জয় পেতে কোনও বেপ পেতে হয়নি তাদের।

শিরোপা লড়াইয়ে মনসুর স্পোর্টিং ক্লাবের পেছনেই ছিল ওল্ড আইডিয়ালস। শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে তারা। ৪০-৩১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয়ও পায় ওল্ড আইডিয়ালস। জিতলেও পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় তারা। ১৯৯১-৯২ মৌসুমে সবশেষ এ প্রতিযোগিতার ট্রফি জেতা ওল্ড আইডিয়ালসের অপেক্ষা আরও বাড়ল।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।