ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইরানে টানা দুই জয় ফাহাদ-পরাগের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ইরানে টানা দুই জয় ফাহাদ-পরাগের

ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টে টানা দুই জয় তুলে নিলেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।

গিলান প্রদেশের রাশত শহরে সোমবার রাতে দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের গেরায়েলি কিয়ারাসকে (২০৪৩) এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের কানানি আনোশকে (১৮০২) পরাজিত করেন।

আজ মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের ফিদেমাস্টার খাদেমী মোহাম্মদ মীরনের (২১৬৪) সাথে এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ভারতের আন্তর্জাতিকমাস্টার কুশাগরা মোহনের (২৩৮৪) সাথে মোকাবেলা করবেন।

৯ রাউন্ডেট সুইস লিগে এ আসরে ৯টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন আন্তর্জাতিকমাস্টার, ১ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ৯ জন ফিদেমাস্টারসহ ১৪৪ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।