ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘জ্বর হলে কি অন্য দল দায়িত্ব নেবে’, প্রশ্ন রংপুর কোচের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
‘জ্বর হলে কি অন্য দল দায়িত্ব নেবে’, প্রশ্ন রংপুর কোচের ছবি: শোয়েব মিথুন

মুশফিকুর রহিম ব্যাটিং করেছিলেন ঠিকঠাক। ৫ বলে ৬ রান করে তিনি আউট হন হাসান মাহমুদের বলে।

কিন্তু ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি মুশফিক। তার বদলে শুরুতে উইকেটরক্ষকের দায়িত্ব সামলান আকবর আলি। এরপর ১৮তম ওভারে এসে মাঠে ফেরেন মুশফিক।

তখন উইকেটরক্ষকের দায়িত্ব নেন জাকির হাসান। এই পরিবর্তনে বেশ কিছু সময় ব্যয় হয়। ওই সময়ে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান ছিল রংপুর রাইডার্সের। ১৮ বলে প্রয়োজন ছিল ৩৩ রানের। পরে রংপুর ম্যাচ হারে ১৯ রানে। প্রতিপক্ষের সময় ব্যয়ে দলের মোমেন্টাম নষ্ট হয়েছে বলে মনে করেন রংপুর কোচ সোহেল ইসলাম।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওই সময় খেলার মোমেন্টাম আমাদের দিকে ছিল, খেলার একটা ফ্লো ছিল। ওই সময় যে জাকির বের হলো এবং উইকেটরক্ষক পরিবর্তন; ওখানে মোমেন্টাম ব্রেক ডাউন হলো। এটা কিন্তু টি-টোয়েন্টিতে খুবই একটা...আমি বলব এটা একটা দলের জন্য যখন ফ্লো থাকে, ব্রেকডাউন হলে এরকম হতে পারে। আসলে সেটাই হয়েছে। ’

সিলেট স্ট্রাইকার্স ইচ্ছে করে টেকটিকস হিসেবে এই পরিবর্তন করেছে কি না জানতে চাইলে সোহেল বলেন, ‘আমি আসলে জানি না এটা টেকটিকস ছিল বা কিছু...। যেটা হয়েছে, মুশফিক প্রথম থেকে ব্যাটিং করেছে, আমি জিজ্ঞেস করেছি যারা থার্ড আম্পায়ার (আসলে চতুর্থ), তারা বলেছে যে জ্বর আসছে, সে জন্য আসলে বাইরে। আমার কথা হচ্ছে যে, জ্বর যখন আসবে; তখন কি অন্য দল এর দায়িত্ব নেবে? নিশ্চয়ই না। মাঠের ভেতর যদি ইনজুরি হয়, তাহলে যেটা নিয়ম আছে, সেটা হবে। কিন্তু যদি জ্বর আসে সেক্ষেত্রে...ওই ব্যাপারটা নিয়েই কথা হচ্ছিল। ’

‘মুশফিক যখন নামে, ওই সময় বেশ কিছু সময় কিন্তু চলে গেছে। এটা এক-দুই মিনিটের ব্যাপার না, অলমোস্ট প্রায় পাঁচ-ছয় মিনিটের ব্যাপার। ওই সময় আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম, একটা ফ্লো ছিল। ওই ফ্লো নষ্ট হয়ে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর ছিল। ’

রংপুর শিবিরে এ নিয়ে কোনো সংশয় ছিল কি না এমন প্রশ্নে সোহেল বলেন, ‘এটা তো আমাকে যেটা বলেছে যে থার্ড আম্পায়ার (আসলে চতুর্থ) ছিল বলেছে মুশফিকের জ্বর আসছে। সেজন্য মুশফিক কিপিং করতে পারছে না। কিন্তু আমাদের অধিনায়ক এ বিষয়ে জানতো না। এটা নাকি বাইরের ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে তারা ঠিক করেছে। আমাদের এ বিষয়ে কিছু জানায়নি। ’

জ্বর হওয়া মুশফিকের মাঠে ফেরায় অবাক হয়েছেন কি না প্রশ্নে রংপুর কোচ বলেন, ‘জ্বর আসছে...সে নামছে। এবং এমন একটা সময় নামছে, আমাদের আসলে মোমেন্টামটা ওই সময় নষ্ট হয়ে গেছে। ’ মাঠে নামার সময় জ্বর কি কমে গিয়েছিল? সোহেল বলছেন, ‘আমি কীভাবে বলবো, সেটা ওখানে যারা আম্পায়ার ছিল, তারা বলতে পারবে এটা। ’

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।