ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেডারেশন কাপ হ্যান্ডবলের নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফেডারেশন কাপ হ্যান্ডবলের নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। রানার্স-আপ হয়েছে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।

আজ (১৫ ফেব্রুয়ার) বুধবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৫-২৮ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।  

বিজয়ী দল আনসার ও রানার্স-আপ দল তেঁতুলিয়াকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। বাংলাদেশ আনসারের খাদিজা নারী বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

পুরুষ বিভাগের ফাইনাল খেলা আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।