ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

র‌্যাংকিংয়ের শীর্ষে ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
র‌্যাংকিংয়ের শীর্ষে ইমরানুর

কাজাখাস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন দৌড়বিদ ইমরানুর রহমান। ৬০ মিটারে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

ওই সাফল্যের পুরস্কার র‌্যাংকিংয়েও পেয়েছেন এই অ্যাথলেট।

ইমরানুর রহমানের সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন চীনের বিংটেইন সু। তিনি বর্তমানে এশিয়ার রেকর্ডগড়া স্প্রিন্টার।

ইংল্যান্ডের আলো-বাতাসে বেড়ে ওঠা ইমরান দেশের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনবার দ্রুততম মানব হয়েছেন। এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে এনেছেন অনন্য সাফল্য, যা আগে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট।

তার এই অর্জনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন উচ্ছ্বাস প্রকাশ করেছে। ফেডারেশন জানিয়েছে, ‘এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার পর ইমরানুর এশিয়ান ৬০ মিটার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তার অর্জনে আমরা গর্বিত। ’ 

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।